নীলাব্রু আকাশ, আমার প্রথম চিঠি শুধুই তোমার জন্য।

লিখেছেন লিখেছেন সমুদ্র সৈকত ০৫ জানুয়ারি, ২০১৩, ০৯:০০:৩৫ রাত

প্রথম চিঠি

//সমুদ্র সৈকত//

প্রিয় বন্ধু

কোন ভুমিকা নিয়ে তোমার সময় নষ্ট করব না।

যেদিন আমার সেই বন্ধুটি তোমার স্বপ্ন আমাকে দেখাতে চেয়েছিল, সেদিন তোমাকে নিয়ে আমার কোন উচ্চাস ছিলনা। ছিলনা কোণ বাসনা। আমার ভাবনায় তোমার চলাচল ছিল মৌসুমি বায়ুর মতে ক্ষনে ক্ষনে। যে দিন ওপার থেকে তোমার ধ্বনি আমার কানে সুধার মত শুনিয়েছিল, সেদিন তোমর সেই মৌসুমী বায়ু কাল বৈশাখীর মত আমার সমস্ত আঙ্গিনায় ঝড় তুলেছিল। সেই ঝড় বৃষ্টিতে আমাদের কচি সম্পর্ক লাউর ডোগার মত বেড়েই চলল। তারপর মাঝের মধ্যে তোমার মিষ্টি ভাষায় আমি আমার প্রতিটি বাতায়ন তোমার জন্য খুলে দিলাম মনের অজাণ্তে। সে বাতায়ন মুখে তোমার বিচরনই আমার জন্য হয়ে যেত দক্ষিনা সমীরন। সেই সমীরনে আমার মন দুলত দোলনার মত। আমি কখনো আমার সময়কে তোমার জন্য আলাদা করতে পারতামনা। আমার বিশ্বাস ছিল তুমি আমার মতই ভাব। আমার সেই বিশ্বাস আমি আজও হারাতে দেইনি। কারন মানুষের প্রতি বিশ্বাস হারানো নাকি পাপ। আর বেশি কিছু লিখে তোমায় বিরক্ত করবনা। ভাল থেকো............

তোমার সেই অচেনা মানুষ

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File